Wednesday, June 4, 2014

BCS Test Examination or Preparation on Bangladesh Matters


বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশে বর্তমানে উপজেলা পরিষদ কয়টি?
(ক) ৪০০ (খ) ৪২০ (গ) ৪৫১ (ঘ) ৪৮১
২. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত?
(ক) সিলেট (খ) খুলনা  (গ) চাঁপাইনবাবগঞ্জ (ঘ) কুষ্টিয়া
৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়—
(ক) ১৯৭০ সালে (খ) ১৯৬৯ সালে (গ) ১৯৫৩ সালে (ঘ) ১৯২১ সালে
৪. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোনো স্থানে অবস্থিত?
(ক) ময়নামতি (খ) বিক্রমপুর  (গ) পাহাড়পুর (ঘ) মহাস্থানগড়
৫. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ পদক পেয়েছেন কতজন?
(ক) পাঁচজন (খ) সাতজন  (গ) নয়জন (ঘ) ১১৫ জন
৬. ব্রহ্মপুত্র নদের উত্পত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে?
(ক) মানস (খ) কৈলাস  (গ) রবাইল (ঘ) কাঞ্চনজংঘা
৭. পাবনা ও নাটোর জেলায় অবস্থিত—
(ক) হাকালুকি হাওর (খ) গারো পাহাড়  (গ) চলনবিল (ঘ) সুন্দরবন
৮. জিয়াউর রহমান মেডিকেল কলেজ কোন জেলায় অবস্থিত?
(ক) ফেনী (খ) বগুড়া (গ) সিলেট (ঘ) চট্টগ্রাম
৯. চীনামাটি পাওয়া যায় বাংলাদেশের—
(ক) রানীগঞ্জে (খ) বিজয়পুরে  (গ) টেকেরহাটে (ঘ) মধুপুরে
১০. কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে?
(ক) মূল মধ্যরেখা (খ) মকরক্রান্তি রেখা (গ) আন্তর্জাতিক তারিখ রেখা  (ঘ) কর্কট ক্রান্তিরেখা
১১. বিকেএসপি কোথায় অবস্থিত?
(ক) সাভারে (খ) মুন্সিগঞ্জে  (গ) গোপালগঞ্জে (ঘ) মানিকগঞ্জে
১২. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
(ক) ৫:৬ (খ) ১০:৬ (গ) ১২:৫ (ঘ) ৯:৫
১৩. ইসলামি উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে—
(ক) অল্প সুদে (খ) বিনাসুদে (গ) অতি সামান্য সুদে (ঘ) স্বাভাবিক সুদে
১৪. শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়—
(ক) ২৬ মার্চ (খ) ২১ ফেব্রুয়ারি (গ) ১৪ ডিসেম্বর (ঘ) ১৬ ডিসেম্বর
১৫. কোন মোগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
(ক) বাবর (খ) হুমায়ুন (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর
১৬. পূর্বাশা দ্বীপের অপর নাম—
(ক) নিঝুম দ্বীপ (খ) সেন্টমার্টিন দ্বীপ  (গ) দক্ষিণ তালপট্টি (ঘ) কুতুবদিয়া
১৭. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল—
(ক) ইংরেজরা (খ) ওলন্দাজরা  (গ) ফরাসিরা (ঘ) পর্তুগিজরা
১৮. পাখি ছাড়া ‘বলাকা ও ‘দোয়েল’ বাংলাদেশের দুইটি উন্নত জাতের
(ক) গমশস্য (খ) ধানশস্য  (গ) ভুট্টাশস্য (ঘ) ইক্ষু
১৯. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের—
(ক) ১০ এপ্রিল (খ) ১৭ এপ্রিল (গ) ১৪ ডিসেম্বর (ঘ) ১৬ ডিসেম্বর
২০. রাজশাহী অঞ্চলের লোকসংগীত কোনটি?
(ক) ধামাইল (খ) গম্ভীরা  (গ) জারিগান (ঘ) ভাটিয়ালি।
সঠিক উত্তর
১.ঘ ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. খ।
বাংলাদেশ বিষয়াবলি
১। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ক. ১৯২১ খ. ১৯২৩ গ. ১৯৫৩ ঘ. ১৯৬৯
২। উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে—
ক. জামালগঞ্জে খ. বিজয়পুরে  গ. কক্সবাজারে ঘ. জকিগঞ্জে
৩। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ পুনঃপ্রবর্তন করা হয়—
ক. ২০০৮ সালে খ. ২০০৭ সালে গ. ২০০৯ সালে ঘ. ২০১০ সালে।
৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. গঙ্গা খ. ব্রহ্মপুত্র  গ. করতোয়া ঘ. মহানন্দা।
৫। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন কোনটি?
ক. এগার সিন্ধুর খ. জয়ন্তিকা গ. উপবন ঘ. লালমনি
৬। দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত?
ক. কুড়িগ্রাম খ. নীলফামারী  গ. ঠাকুরগাঁ ঘ. লালমনিরহাট
৭। ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
ক. ইউরিয়া খ. টিএসপি  গ. পটাশ ঘ. অ্যামোনিয়া সালফেট
৮। মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দের্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ?
ক. ১৮ খ. ২০ গ. ২৩ ঘ. ১৫
৯। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের—
ক. ১০ অক্টোবর খ. ১২ অক্টোবর গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৬ ডিসেম্বর।
১০। বাংলাদেশে সরকারি জাহাজনির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত?
ক. নারায়ণগঞ্জ খ. চট্টগ্রাম  গ. সিলেট ঘ. খুলনা
১১। ‘পুনর্ভবা’ কোন নদীর উপনদী?
ক. মহানন্দা খ. ভৈরব  গ. মেঘনা ঘ. কর্ণফুলী
১২. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী।’ এটি কার ঘোষণা?
ক. তিতুমীর খ. দুদুমিয়া গ. ফকির মজনু শাহ ঘ. হাজী শরীয়ত উল্লাহ
১৩। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. পঞ্চগড় খ. দিনাজপুর  গ. নেত্রকোনা ঘ. লালমনিরহাট।
১৪। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান—
ক. সপ্তম খ. নবম গ.দশম ঘ. পঞ্চম
১৫. হিমছড়ি কোন শহরের কাছে অবস্থিত?
ক. চট্টগ্রাম খ. খুলনা  গ. কক্সবাজার ঘ. সিলেট
১৬। বাংলার রাজধানী ঢাকা থেকে স্থানান্তর করেন—
ক. সিরাজউদ্দৌলা খ. মুর্শিদকুলী খাঁ  গ. ইসলাম খান ঘ. শায়েস্তা খান।
১৭। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
ক. মন্ত্রী খ. সচিব  গ. যুগ্মসচিব ঘ. সহকারী সচিব।
১৮। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম—
ক. জিনজিরা খ. সোনাদিয়া গ. কুতুবদিয়া ঘ. নিঝুমদ্বীপ
১৯। লোকশিল্প জাদুঘরটি অবস্থিত—
ক. ঢাকায় খ. সোনারগাঁয়  গ. কুতুবদিয়ায় ঘ. নিঝুম দ্বীপে।
২০। ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা কত? (চেয়ারম্যানসহ)
ক. ১১ জন খ. ১২ জন  গ. ১৩ জন ঘ. ১৫ জন।
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ।


No comments:

Post a Comment

Popular Posts

Designed ByBlogger Templates