Friday, March 10, 2017

Bangladesh Jail Recruitment Notice-Post-Kara Rokkhi || কারারক্ষি পদে নিয়োগ বিজ্ঞপ্তি



Bangladesh Jail Recruitment Notice-Post-Kara Rokkhi || কারারক্ষি পদে নিয়োগ বিজ্ঞপ্তি 

Bangladesh Jail Job Circular & Result 2017. Bangladesh Jail Job Recruitment Notice Board Online – www.prison.gov.bd Bangladesh Jail Job Circular with Application Process www.prison.gov.bd. The Recruitment circular of prison Bangladesh Jail Prison Police Job 2017. Bangladesh Jail Prison Job 2017 Publish on 09 March 2017. The Authority of Bangladesh Jail publish Prison Jail Police Job Circular 2017. Let’s check the details of Bangladesh Jail Police Job Circular, Apply Process, Application Form and Results here.

Bangladesh Jail Police Prison Job Circular 2017:

Job applicants could get their application details from below description. SSC, HSC, Honors Student also apply this Prison govt circular 2017. Dhaka Bangladesh Jail Job Circular Notice For Prison Guard Post. Interested Candidates have to Attend Primary Selection Test.
Job Notice Summary of Bangladesh Jail:

Application Start Date: See the Circular
Application End Date: See the Circular
No. of Vacancies: 3000 posts
Job Positions: Kara rokkhi

Bangladesh Jail Job Eligibility Criteria: 

Age: 18-21 years.
Education: Minimum SSC Passed.
Nationality: Bangladeshi.
Marital Status: Unmarried (not divorced)

Bangladesh Jail Recruitment Physical Requirement:

Physical Eligibility: Male: Height: 1.67 Meter, Weight: 52 Kilograms.
Female: Height: 1.57 Meter, Weight: 45 Kilograms.

কারারক্ষী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। এসএসসি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। জেনে নিন বিস্তারিত-

আবেদনের যোগ্যতা:

কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কারারক্ষী পদে আবেদন করা যাবে। ১ মার্চ ২০১৭ তারিখে সাধারণ, মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান ও অন্যান্য কোটার প্রার্থীদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৬৭ মিটার, বুকের মাপ ৮১.২৮ সেমি এবং ওজন ৫২ কেজি হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৫৭ মিটার, বুকের মাপ ৭৬.৮১ সেমি, ওজন ৪৫ কেজি থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হওয়া যাবে না। প্রার্থী যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার প্রার্থী হিসেবেই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ মার্চ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৪ মার্চ রাত ১২টা পর্যন্ত।
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BDJ<space>SSC Board Keyword<space>SSC Roll<space>SSC PassYear<space>Home District Code<space>Upazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরসহ BDJ<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

Bangladesh Jail Recruitment Notice-Post-Kara Rokkhi || কারারক্ষি পদে নিয়োগ বিজ্ঞপ্তি




No comments:

Post a Comment

Popular Posts

Designed ByBlogger Templates